Apan Desh | আপন দেশ

হেলিকপ্টারে বাড়ি ফিরলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৩

হেলিকপ্টারে বাড়ি ফিরলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী

ছবি : আপন দেশ

দক্ষিণ আফ্রিকা থেকে বিমানবন্দরে এসে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন নোয়াখালীর সোনাইমুড়ীর এক প্রবাসী। এ সময়  তার সঙ্গে ছিলেন মা রোকেয়া বেগম ও ছেলে আবদুলাহ আল জাবেদ। তাদের এমন অবতরণ দেখতে ভিড় জমান হাজার উৎসুক জনতা।

প্রবাসী আবদুল করিম মামুন উপজেলার আমিশা ইউনিয়নের আবির পাড়ার বাসিন্দা।  

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন স্কুল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় স্থানীয় এলাকাবাসী  মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

প্রবাসী মামুন বলেন, আমি দীর্ঘ দিন দক্ষিণ আফ্রিকার একটি শহরে ব্যবসা করে আসছি। দেশের প্রতি আমাদের অনেক ভালোবাসা। অনলাইনে অফার পেয়ে এভাবে বাড়ি আসা। আগামী কিছু দিন এলাকায় থাকবো। রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আবার প্রবাসে পাড়ি দিব। 

তিনি অভিযোগ করেন, বিমানবন্দরে তাকে বিনা কারণে  প্রায় দুই ঘণ্টা বিলম্ব করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন  প্রধান শিক্ষক মাহফুজুর রহমান,  প্রবাসীর বড় ভাই ইসমাইল হোসেন টিটু প্রমুখ।

আপন দেশ/প্রতিনিধি/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়