Apan Desh | আপন দেশ

ইউরোপের দেশগুলোতে নাগরিকত্ব পেল ৯ হাজার বাংলাদেশি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ৬ মার্চ ২০২৩

ইউরোপের দেশগুলোতে নাগরিকত্ব পেল ৯ হাজার বাংলাদেশি

ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ৮ লাখ ২৭ হাজার বিদেশিকে নাগরিকত্ব দেয়া হয়েছে। এর মধ্যে ২৭টি দেশে প্রায় নয় হাজার বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছেন। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, ১০১টি দেশের দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ রাখা হয়েছে। 

ইইউর পরিসংখ্যানবিষয়ক সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যমতে, ২০২১ সালে ৮ হাজার ৯০০ বাংলাদেশি এ সময়ে ইউরোপের দেশগুলোতে নাগরিকত্ব পেয়েছেন। খবর ডয়েচে ভেলের।

প্রতিবেদনে বলা হয়, ইইউর বিভিন্ন দেশে ২০২১ সালে যে সংখ্যক নাগরিকত্ব দিয়েছে এরমধ্যে বাংলাদেশের অবস্থান ২১তম। এর আগের বছর ২০২০ সালে ৮ হাজার ৬৮৫ বাংলাদেশি ইউরোপের দেশগুলোতে নাগরিকত্ব গ্রহণ করেন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইউরোপে বাংলাদেশিদের স্থায়ী হওয়ার হার বেড়েছে।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, ২০২১ সালে মোট বাংলাদেশির অর্ধেকেরও বেশি ইতাতিল নাগরিকত্ব পেয়েছেন। ইইউর দেশগুলোতে নাগরিকত্ব পাওয়া মোট বাংলাদেশিদের শতকরা ৫৭ দশমিক ৪ ভাগ ভূমধ্যসাগর তীরের দেশটিতে নাগরিকত্ব নিয়েছেন।

আরও পড়ুন<> বাংলাদেশীরা ১০১ দেশের নাগরিক হতে পারবে

এরপরেই স্পেনে বাংলাদেশিরা সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছেন। ১০ দশমিক ২ ভাগ বাংলাদেশি পেয়েছেন দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ স্পেনে নাগরিকত্ব। স্পেনের পর প্রতিবেশী দেশ পর্তুগাল। যেখানে নাগরিকত্ব গ্রহণ করেছেন ৮ দশমিক ৮ ভাগ বাংলাদেশি। আর ৮ দশমিক ২ ভাগ পেয়েছেন ফ্রান্সের নাগরিকত্ব। বাকি বাংলাদেশিরা ইইউর জোটভুক্ত অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপে নাগরিকত্ব পাওয়াদের তালিকায় সবার শীর্ষে আফ্রিকার দেশ মরক্কো। ২০২১ সালে দেশটির মোট ৮৬ হাজার ১০০ জন মানুষ ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। মোট ৮৩ হাজার ৫০০ সিরিয়ান ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব গ্রহণ করেছেন। তৃতীয় অবস্থানে আছে বলকান রাষ্ট্র আলবেনিয়া। দেশটি থেকে একই সময়ে মোট ৩২ হাজার ৩০০ জন ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন।

এ তালিকায় দশম স্থানে আছে সার্কভুক্ত দেশ পাকিস্তান। ২০২১ সালে দেশটির প্রায় ১৬ হাজার ৬০০ জন ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন। পাশের দেশ ভারতের অবস্থান ১১তম। একই সময়ে দেশটি থেকে ইউরোপে নাগরিকত্ব পেয়েছেন মোট ১৬ হাজার ২০০ জন।

পরিসংখ্যান বলছে, শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকে বিদেশিদের ইউরোপে নাগরিকত্ব পাওয়ার হার বাড়ছে। ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া মোট বিদেশিদের সংখ্যা ২০২০ সালের তুলনায় শতকরা ১৪ ভাগ বেশি। অর্থাৎ, ২০২১ সালে ২০২০ এর তুলনায় ৯৮ হাজার ৩০০ জন বেশি বিদেশি ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন। এ সময়ের মধ্যে ইইউর যেসব দেশগুলো নাগরিকত্ব বেশি প্রদান করেছে সেগুলো হলো-ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন এবং অস্ট্রিয়া। তবে কয়েকটি দেশ উলটোপথে হেঁটেছে। যেমন ইতালি, পর্তুগাল, গ্রিস, ফিনল্যান্ড ও সাইপ্রাস ২০২১ সালে আগের বছরের তুলনায় কম সংখ্যক বিদেশিদের নাগরিকত্ব দিয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ