
ছবি : আপন দেশ
নদীর পানির উপর ভাসমান হাঁসের খামার। সাদা ধবধবে হাঁসের পাল পানিতে খেলা করছে। দূর থেকে দেখে চোখ ফেরানো দায়। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের দশানী ব্রিজের নিচে এমনি একটি ভাসমান হাঁসের খামার গড়েছেন শাহীন মিয়া নামে এক যুবক।
তবে শাহীন মিয়ার বাড়ি পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সরকারদি গ্রামে। দুই হাজার হাঁসের খামার গড়েছেন তিনি। ভাসমান খামারটি নিয়ে ব্রিজের নিচে থাকবেন আট-নয় মাস। খামারেই ভাগ্য বদল হয়েছে তার।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হাঁসের খামারেই কথা হয় শাহীন মিয়ার সঙ্গে। তিনি জানান, অভাব অনটনের সংসারে দিন কাটতো তার। ইউটিউব দেখে হঠাৎ করেই তার মাথায় হাঁস পালনের চিন্তা আসে। ২০১৮ সালে প্রথমে ২০০ হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন খামার। ধীরে ধীরে বাড়তে থাকে তার হাঁসের সংখ্যা। বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা দুই হাজার।
কঠোর পরিশ্রমের ফলে যে কোনো কাজে যে কেউ স্বাবলম্বী হতে পারেন তার প্রমাণ শাহীন। হাঁস পালন করেই নিজ বাড়িতে গড়েছেন হ্যাচারি।
এক মাস আগে দশানী নদীতে ভাসমান খামার গড়েছেন। জাল দিয়ে ঘিরে মাঝে হাঁস রেখেছেন। পাশেই ভাসমান ঘর। রাতের বেলায় সেই ঘরেই রাখা হয় হাঁস। তার খামারে চার জন শ্রমিক কাজ করছেন। দৈনিক দুই বস্তা ধান ও তিন বস্তা খাদ্য লাগে। সব কিছু মিলিয়ে দৈনিক তার খরচ হয় ২০ হাজার টাকা। ডিম দিতে শুরু করেছে হাঁসগুলো। তিনি আশা করছেন কয়েকদিনের মধ্যে প্রতিদিন গড়ে অন্তত ১৬-১৭শ ডিম পাবেন। তবে তিনি ডিম বিক্রি করেন না। নিজের বাড়ির হ্যাচারিতে নিয়ে ফুটানোর পর বাচ্চা বিক্রি করেন শাহীন।
শাহীন মিয়া বলেন, বেইজিং জাতের হাঁস টানা ১৮ মাস ডিম দেয়। বছর জুড়েই তার হ্যাচারিতে ফুটে বাচ্চা। দুই-তিন দিন বয়সী প্রতিটি বাচ্চা বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকায়। হাস পালন করেই স্ত্রী, সন্তান ও পরিবার-পরিজন নিয়ে বেশ ভালোই আছেন। সুখেই দিন কাটছে তার। সরকারি সূযোগ-সুবিধা পেলে আরও বড় আকারে খামার গড়ে তুলতে পারবেন বলে জানান শাহীন।
মেরুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বলেন, বেকারত্ব দূরীকরণে শাহীন মিয়া সত্যিই অনুকরণীয়। সবাই যদি তার মতো চিন্তা করত তাহলে বেকারত্বের হার অনেকটা কমে যেতো। শাহীন মিয়া ভাসমান খামার গড়ে দেখিয়ে দিয়েছেন কীভাবে ভাগ্য বদল করতে হয়।
আপন দেশ/প্রতিনিধি/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।