Apan Desh | আপন দেশ

হনুমান হত্যার পর মাটিচাপা, অতঃপর...

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ১৭ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৪:৫৪, ১৭ জানুয়ারি ২০২৩

হনুমান হত্যার পর মাটিচাপা, অতঃপর...

ছবি: আপন দেশ ডটকম

পিরোজপুরে একটি বন্য হনুমান কুপিয়ে হত্যা করে মাটি চাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বিবাহ রেজিস্টার নুরুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে ।

থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিবাহ রেজিস্টার মো. নুরুল ইসলামের বাড়িতে রোববার (১৫ জানুয়ারি) দুপুরে একটি বন্য হনুমান আসলে হনুমানটিকে লোহার শাবল দিয়ে কোপ দেয়। শাবলের আঘাতে হনুমানটি সেখানেই মারা যায়। পরে নুরুল ইসলাম হনুমানটিকে তার ঘরের পিছনে মাটি চাপা দেয়। এ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা টের পেয়ে পিরোজপুর বন বিভাগকে জানায়। খবর পেয়ে সোমবার (১৬ জানুয়ারি) বিকালে ইন্দুরকানী থানা পুলিশ ও পিরোজপুর বন বিভাগ নুরুল ইসলামের বসতবাড়ির পিছন থেকে মাটি চাপা দেয়া মৃত্যু হনুমানটিকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে আসে। সেখানে মৃত হনুমানটির পোস্টমর্টেম সম্পন্ন হয়। 

অভিযুক্ত কাজী মো. নুরুল ইসলাম জানান, হনুমানটি আমি মারিনি। আমার বাসার কাছে এটি মৃত অবস্থায় দেখতে পেয়ে দুর্গন্ধ ছড়াবে ভেবে আমি হনুমানটি মাটি চাপা দিয়েছি।

পিরোজপুর বন কর্মকর্তা আবু সালেহ বলেন, হনুমানটিকে উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে হনুমানটি খাবারের সন্ধানে বাসাবাড়িতে ঢুকেছিল। এ সময় তার পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হনুমানটির পেটের উপরে একটি বড় জখম রয়েছে। 

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান,আঘাতে জখম হওয়া মাটি চাপা দেয়া মৃত হনুমানটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বন্যপ্রাণী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়