Apan Desh | আপন দেশ

কলাগাছ থেকে হবে সুতা, ডিসিদের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ২৫ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৪:৫৭, ২৬ জানুয়ারি ২০২৩

কলাগাছ থেকে হবে সুতা, ডিসিদের প্রস্তাব

ফাইল ছবি

দেশে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। সুতা তৈরী হবে কলাগাছের আঁশ থেকে। এমন তথ্য জানিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, এমন উদ্যোগ নেয়া যায় কিনা- তাদের (ডিসি) কাছ থেকে সেই প্রস্তাব এসেছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে বলেও জানান মন্ত্রী। 

বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, তারা (ডিসিরা) বলেছেন- কলাগাছ থেকে সুতা উৎপাদনের উদ্যোগ নেয়া যায় কিনা। আমরা বলেছি, আমাদের দেশে প্রচুর কলাগাছ হয়। কলাগাছ থেকে সুতা করা যায়। আমরা এটা নিয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে বলব। যদি সম্ভব হয়, তাহলে তুলার বিকল্পে আমরা কলাগাছের সুতাও কাজে লাগাব। তুলার বিকল্প হিসেবে কালাগাছের আঁশ কাজে লাগানো যাবে।

পাটের ব্যবহার বাড়াতে সরকারের উদ্যোগগুলো নিয়েও সম্মেলনে আলোচনা হয়। মন্ত্রী বলেন, একটা সময়ে প্লাস্টিকের বস্তার ব্যবহার অনেক বেড়ে গিয়েছিল। পরে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে নির্দেশনা জারি করে পাটপণ্যের ব্যবহার বাড়িয়েছি। প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার শুরু হয়েছিল।

তার মতে, ইদানীং ভারত থেকে প্রচুর চাল আমদানি করা হচ্ছে। সেসব চাল প্লাস্টিকের ব্যাগে আসে। এ সুযোগে দেশীয় চালগুলো তারা প্লাস্টিকের ব্যাগে ভরে দিচ্ছে। আমরা বলেছি শুধু ভারতীয় চাল প্লাস্টিকের ব্যাগে থাকবে। দেশীয় চাল আগের মতোই পাটের ব্যাগে বিক্রি করতে হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোর ব্যবস্থাপনা হাতবদল হওয়ার ক্ষেত্রে শ্রমিকদের পাওনা বুঝে পাওয়ার জন্য সহযোগিতা করেছেন। ৬০ হাজার শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের মিলগুলো মালিকানায় রেখে বেসরকারি ব্যবস্থাপনার কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ৬টি মিলের ব্যবস্থাপনা খুঁজে পাওয়ার জন্য দরপত্র আহ্বান করেছি। সেটা এখন প্রক্রিয়াধীন আছে। আজকে টেন্ডার ওপেন হবে, তখন বুঝা যাবে। আরও ১১টি মিলের ক্ষেত্রে আমরা টেন্ডার দিয়েছি। আগামী ২৫ ফেব্রুয়ারি এগুলোর টেন্ডার হবে।

আপন দেশ ডটকম/ সবুজ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়