Apan Desh | আপন দেশ

মহাবিপদ কেটে হলো সতর্ক সঙ্কেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ১৪ মে ২০২৩

মহাবিপদ কেটে হলো সতর্ক সঙ্কেত

ফাইল ছবি

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার জন্য কক্সবাজার সমুদ্রবন্দর ও চট্টগ্রামকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হয়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি করে মোখা চলে গেছে মিয়ানমারের দিকে। ফলে সঙ্কেত নেমে এসেছে ৩-এ। রোববার আবহাওয়ার  বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইভাবে চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়