Apan Desh | আপন দেশ

টেকনাফে উদ্ধার মেছো বাঘের বাচ্চা বনে অবমুক্ত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:২২, ২৩ মে ২০২৩

টেকনাফে উদ্ধার মেছো বাঘের বাচ্চা বনে অবমুক্ত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের পাহাড় সংলগ্ন নাইট্যংপাড়া থেকে এক থেকে দেড় বছর বয়সী একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পরে তা বনে অবমুক্ত করা হয়। 

অবাধে বনজঙ্গল উজার করার ফলে খাদ্য সংকটে এটি লোকালয়ে এসে থাকতে পারে বলে ধারণা বন সংশ্লিষ্টদের। 

সোমবার (২২ মে) বেলা ১১টার দিকে নাইট্যংপাড়ার মোহাম্মদ শাহ এমরানের বাড়ি থেকে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শিশুরা খেলাধুলার সময় মেছো বাঘের বাচ্চাটি দেখতে পায়। পরে স্থানীয়রা এসে এটিকে জাল দিয়ে ধরে বনবিভাগে খবর দেন। বনবিভাগের লোকজন মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।

পুরুষ মেছো বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট। দৈর্ঘ্য আড়াই ফুট।

বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম বলেন, ‘প্রথমে আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে একটি কক্ষে রেখে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় বিকেলে এটাকে টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় অবমুক্ত করা হয়েছে।’

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়