Apan Desh | আপন দেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ১৪ আগস্ট ২০২৩

আপডেট: ২১:৪৫, ১৪ আগস্ট ২০২৩

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

-ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী জহিরুল ইসলাম জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর ব্যাপ্তি ছিল ৪৪ সেকেন্ড। এসময় অনেকে ভয়ে বাসার বাইরে চলে যান।

তিনি জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের দিকে। সুনির্দিষ্ট স্থান এখনো জানা যায়নি। উৎপত্তির সুনির্দিষ্ট স্থান জানতে কাজ চলছে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

সিলেট, গাজীপুর, মৌলভীবাজার, কুমিল্লা, কুড়িগ্রাম, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

এর আগে গত ৫ মে ঢাকার দোহারে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আজকের (১৪ আগস্ট) এই ভূমিকম্পের উৎপত্তি ছিল ভারতের আসামের করিমগঞ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার উত্তরপশ্চিমে। এর কেন্দ্র ছিল ভূ–পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আর গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যাল্যার্টস সিস্টেম বলছে, বাংলাদেশের সিলেটের কানাইঘাট উপজেলার ৪ কিলোমিটার দূরে ভারত সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে অনুভূত হয়।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়