Apan Desh | আপন দেশ

মুরগির খোপে ১৫ ফুট লম্বা অজগর

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ৮ সেপ্টেম্বর ২০২২

মুরগির খোপে ১৫ ফুট লম্বা অজগর

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সুন্দরবন ইউনিয়নের খরমা কাটাখালী গ্রাম থেকে ২৭ কেজি ওজনের অজগরটি উদ্ধার করা হয়।

বন বিভাগের সদস্যরা জানান, অজগরটি যে বাড়ি থেকে ধরা হয় তার মালিক রুহুল আমিন। তিনি বলেন, সকালে হাঁস-মুরগির ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি অজগরটি শুয়ে আছে। পরে বন বিভাগকে খবর দিই। তারা এসে অজগরটি উদ্ধার করেন। অজগরটি খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাঁস খেয়ে ফেলেছে বলে জানান তিনি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির বলেন, উদ্ধার হওয়া অজগরটি সকাল ৯টার দিকে সুন্দরবনের বরুইতলা এলাকায় অবমুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে অজগরটি।

তিনি বলেন, কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে তার ক্ষতি যেন কেউ না করে। আমাদের খবর দিলে আমরা সেটি উদ্ধার করব। পরে নিরাপদ আবাসে ফিরিয়ে দেবো।

 

আপন দেশ ডটকম/আরইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ