Apan Desh | আপন দেশ

মাদারগঞ্জে কুকুরের কামড়ে ২০ জন আহত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০০:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

মাদারগঞ্জে কুকুরের কামড়ে ২০ জন আহত

মাদারগঞ্জ উপজেলা

জামালপুর: মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে পাগলা কুকুরের কামড়ে অন্তত্ ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রঞ্জু আহাম্মেদ, চর ভাটিয়ান জি পি স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেনও রয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শ্যামগঞ্জ বাজারের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) একটি বেওয়ারিশ পাগলা কুকুর হাঠাৎ করেই বাজারে আগত লোকজনের ওপর আক্রমণ করে বসে। কুকুরটি মুহুর্তেই ২০ জনকে কামড়িয়ে আহত করে।

বাজারের লোকজন জানান, দীর্ঘদিন ধরে শ্যামগঞ্জ বাজারে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়লেও সেগুলো নিধনের কোনো ব্যবস্থা নিচ্ছেন না ইউপি চেয়ারম্যান। ফলে প্রতিমাসেই কুকুরের কামড়ে লোকজন আহত হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মিরণের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়