Apan Desh | আপন দেশ

কুমিল্লায় আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৬:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লায় আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা, ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙা ইউনিয়নে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে শটগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ জন। 

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, দুপক্ষের সংঘর্ষে আহত হওয়ার পর ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। 
জানা যায়, বালুর ব্যবসার আধিপত্য নিয়ে নওচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত চালিভাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও এই ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুনের ছোট ভাই মো. নিজামকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে তিনি গুলি বা টেঁটাবিদ্ধ হয়েছিলেন কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

নিহত নিজামের বন্ধু স্থানীয় মো. সিরাজুল ইসলাম জানান, চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত জেলা পরিষদ সদস্য আব্দুল কাইউম গ্রুপ (এমপি সেলিনা আক্তার মেরি সমর্থক) ও মেঘনা উপজেলা চেয়ারম্যান মো. শফিক গ্রুপের সংঘর্ষে ১১ জন শটগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়েছেন।

নিহত নিজাম চেয়ারম্যান শফিক সমর্থিত গ্রুপের সদস্য বলে জানা গেছে।

আহত বাকি ১০ জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন— উপজেলা চেয়ারম্যান মো. শফিক গ্রুপের টিটু (৩০), রমজান (৩৫), ইব্রাহীম (২৮), শাকিল (২২), খালেদ হাসান (১৯), দেলোয়ার (৩২), আনিছ সরকার (২৫), সুমন (২৪) এবং এমপি সেলিনা আক্তার মেরী সমর্থক আব্দুল কাইউম গ্রুপের কর্মী হানিফ (৪৫) ও ওয়াসিম (৩৫)।

ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়