
হরিণের মাংসসহ আটক দুইজন
বাগেরহাট: হরিণের মাংসসহ বাগেরহাটের রামপালে শওকত সরদার (৩৭) ও শেখ হেকমত আলী (৩৯) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার সংলগ্ন ব্যাংকের মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি হরিণের মাংস ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটক শওকত সরদার মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের ছেলে এবং শেখ হেকমত আলী রামপাল উপজেলার ব্রী চাকশ্রী এলাকার শেখ আশরাফ আলীর ছেলে।
আটক দুইজনরে নাম মামলা দায়ের পূর্বক তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম।
তিনি বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস বিক্রির জন্য কয়েকজন অপেক্ষা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি মাংস জব্দ করা হয়েছে। মামলা দায়ের পূর্বক তাদের আদালতে সোপর্দ এবং আদালতের নির্দেশে জব্দ করা হরিণের মাংস ধ্বংস করা হয়েছে।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।