Apan Desh | আপন দেশ

বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২৩

বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

দিনাজপুর: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি চেষ্টা করে যাচ্ছে। তারা চরমভাবে ব্যর্থ হবে এবং হতাশায় নিমজ্জিত হয়ে অস্তিত্ব হারাবে।

মন্ত্রী আজ (১৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মশালা ২০২৩ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, বিএনপির বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে দেশকে অচল করতে চাচ্ছে। তাদের দাবি কখনোই পূরণ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ডক্টর গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার প্রমুখ।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়