Apan Desh | আপন দেশ

পুলিশের গুলিতে উড়ে গেল শিশুর খুলি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০২, ২৭ জুলাই ২০২২

আপডেট: ০১:৫৮, ৩০ জুলাই ২০২২

পুলিশের গুলিতে উড়ে গেল শিশুর খুলি

ছবি: আপন দেশ ডটকম

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পুলিশের ছোড়া গুলিতে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে ঠাকুরগাঁওয়ে গুলি করে পুলিশ। বুধবার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আশা। সে উপজেলার মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে যান তার মা। এসময় ফলাফলকে কেন্দ্র করে নির্বাচনে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ। এসময় গুলিটি শিশুর মাথায় লাগে। এতে তার মাথার খুলি উড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু মারা গেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। এসময় দুর্ঘটনাটি ঘটে।

আপন দেশ ডটকম/ বারী

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়