Apan Desh | আপন দেশ

ঠাকুরগাঁওয়ে গুলিতে শিশু নিহতের ঘটনা তদন্তের কমিটি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৩, ২৮ জুলাই ২০২২

আপডেট: ০১:৫৬, ৩০ জুলাই ২০২২

ঠাকুরগাঁওয়ে গুলিতে শিশু নিহতের ঘটনা তদন্তের কমিটি

নিহত শিশু কোলে পিতার আহাজারি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় শিশু নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মন। সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহাবুব রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মো. মাহাবুব রহমান এই প্রতিবেদককে জানান, নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মনকে প্রধান করে ঘটনার রাতেই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ ও জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। পরিস্থিতি খারাপ হলে নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়ে। ফলাফল জানতে উৎসুক মা তার শিশুকে কোলে নিয়ে আসেন। গুলিতে মায়েয় কোলে থাকা আশা নামের শিশুর মাথায় রাগে। খুলি উড়ে যায় ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শিশু রানীশংকৈল মিরডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে। 

আপন দেশ ডটকম/ আবা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়