Apan Desh | আপন দেশ

বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 

হবিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৭:১১, ২৪ সেপ্টেম্বর ২০২২

বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 

ছবি সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় বানিয়াচংয়ের মাইন্দারবিলের পিঠেবাড়ীর হাওরে ঘটনাটি ঘটে। নিহত দুই কৃষক হলেন- নুর উদ্দিন (৪০) ও আব্দুল করিম (৬০)। নিহতরা ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিশপুর এলাকার বন্দেরবাড়ী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই কৃষক সকালের দিকে বানিয়াচংয়ের মাইন্দেরবিলের পিঠেবাড়ীর হাওরে কাজ করতে যান। রোপণকৃত জমিতে সার দেয়া অবস্থায় তাদের ওপর আকস্মিক বজ্রপাত ঘটে। এসময় তারা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার মোঃ মনসুর মিয়াসহ পুলিশ প্রশাসনের লোকজন হাওরে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেন। 

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত দুই কৃষক পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।

 

আপন দেশ ডটকম/কেএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ