Apan Desh | আপন দেশ

পাগলা মসজিদের সিন্দুকে এবার সাড়ে ১৫ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২০, ১ অক্টোবর ২০২২

আপডেট: ১৫:১৯, ১ অক্টোবর ২০২২

পাগলা মসজিদের সিন্দুকে এবার সাড়ে ১৫ বস্তা টাকা

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার সাড়ে ১৫ বস্তা টাকা পাওয়া গেছে। এ ছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার মিলেছে।

দুই মাস ২৯ দিন পর মসজিদের দানসিন্দুক খোলা হয়। শনিবার (১ অক্টোবর) সকাল ৮টায় মসজিদের আটটি দানসিন্দুক খোলা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। 
সর্বশেষ ২ জুলাই  দানসিন্দুক খোলা হয়েছিল। তখন তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার চারশ ১৫ টাকা পাওয়া গিয়েছিল। 

সাধারণত তিন মাস পর পর মসজিদটির দানসিন্দুক খোলা হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে দানসিন্দুক খোলার সময়ের ব্যবধান হেলফের হয়েছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, একশ ২০ কোটি টাকায় একটি আধুনিক স্থাপত্যে ৩০ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায়ের একটি প্রকল্প ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে আনুমানিক চার একর জায়গায় ‘পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স’ অবস্থিত। প্রায় আড়াইশ বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাস সূত্রে জানা যায়। এই মসজিদের প্রতিষ্ঠা নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, যা ভক্ত ও মুসল্লিদের আকর্ষণ করে।  

সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। আর এ কারণেই মূলত দূর-দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন।  

 

আপন দেশ ডটকম/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়