Apan Desh | আপন দেশ

নাটোরে রেল কর্মচারীদের ধর্মঘট, গাড়ি চললেও ক্রসিং বন্ধ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৭, ১৬ অক্টোবর ২০২২

আপডেট: ১২:২৯, ১৬ অক্টোবর ২০২২

নাটোরে রেল কর্মচারীদের ধর্মঘট, গাড়ি চললেও ক্রসিং বন্ধ

ছবি-সংগৃহীত

নাটোর চাকরি স্থায়ী, বকেয়া বেতন পরিশোধসহ ছয় দফা দাবিতে ধর্মঘট পালন করেছেন রেলের অস্থায়ী টিএলআর শ্রমিকরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গাড়ি চললেও বন্ধ আছে রেল ক্রসিং।  রোববার (১৬ অক্টোবর) সকালে নাটোর স্টেশনে এ ধর্মঘট পালন করা হয়।

এদিকে ধর্মঘটের কারণে সিগনাল না পেয়ে নাটোর স্টেশনের আউটারে প্রায় এক ঘণ্টা আটকা পড়ে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন। পরে সকাল সোয়া ৯টার দিকে তৃতীয় শ্রেণির একজন স্থায়ী কর্মচারীর সহযোগিতায় ট্রেন চলাচল শুরু হয়। তবে এখনও ট্রেন ক্রসিং বন্ধ রয়েছে। অস্থায়ী শ্রমিক পরিষদের লোকেরা এখনও কাজে ফেরেনি।

নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুন্নাহার খাতুন জানান, রেল কর্মচারীদের ধর্মঘটের প্রেক্ষিতে সকালে ট্রেন চলাচলে একটু বিঘ্ন ঘটে। পরে এটা স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ক্রসিং বন্ধ রয়েছে।

আপন দেশ ডটকম / এমএবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়