Apan Desh | আপন দেশ

শরীয়তপুরে সেতুতে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ২৩ অক্টোবর ২০২২

আপডেট: ১৫:৩৫, ২৩ অক্টোবর ২০২২

শরীয়তপুরে সেতুতে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত

ছবি-সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সেতুতে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন।

রোববার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় উপজেলার সাইক্কা নামক স্থানে জয়ন্তিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল, জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী ও টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জানান, শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ঢাকার সদরঘাট থেকে স্বর্ণদ্বীপ নামের লঞ্চটি ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোরে মেঘনা নদী থেকে জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে।


এরপর গোসাইরহাটের সাইক্কা এলাকার সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের ধাক্কা লাগে। ওই ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা গেছেন এবং দুই জন আহত হয়েছেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, ‌‘লঞ্চ দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত তিন যাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

আপন দেশ ডটকম / এমএবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ