Apan Desh | আপন দেশ

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৮, ৫ সেপ্টেম্বর ২০২৪

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত

ছবি সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার মগর ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরোয়ার খান (৪২) পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় সরোয়ারোকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে তিনি আহতে হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/আমিনুল/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়