Apan Desh | আপন দেশ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বাসে আগুন, চালক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ৬ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:০১, ৬ জানুয়ারি ২০২৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বাসে আগুন, চালক গ্রেফতার

ছবি: আপন দেশ ডটকম

মোটরসাইকেল ও মাইক্রোবাস সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায়  মাইক্রোবাসে আগুন দিয়ে বিক্ষুব্ধ জনতা। চালককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনের ঘটনা এটি। 

দুর্ঘটনায় নিহত তরুণ বিড়ালদহ দরগাপাড়া এলাকার ইমরান আলীর ছেলে। নাম মোঃ বাচ্চু মিয়া। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা হাইস মাইক্রোবাসটি ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
 
স্থানীয়রা জানায়, নাটোর থেকে মাইক্রোবাসটি রাজশাহীর দিকে আসছিল। এ সময় বিড়ালদহ মাজারের সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাচ্চু মারা যায়।  
দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাস ভাংচুর করে আগুন দেয়। 

খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। পুলিশ  মাইক্রোবাসের চালক মেহেদী হাসানকে আটক করেছে।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়