Apan Desh | আপন দেশ

সৈয়দপুরে খোকা ফাউন্ডেশনের যাত্রা শুরুতে ৫শ’ কম্বরল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৫, ২৩ জানুয়ারি ২০২৩

সৈয়দপুরে খোকা ফাউন্ডেশনের যাত্রা শুরুতে ৫শ’ কম্বরল বিতরণ

ছবি: আপন দেশ ডটকম

নীলফামারীর সৈয়দপুরে পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খোকা সরকার ফাউন্ডেশন। এই কম্বল বিতরণের মধ্যদিয়ে যাত্রা শুরু হলো প্রতিষ্ঠানটি।

সোমবার (২৩ জানুয়ারি) শহরের শেরে বাংলা সড়কে সৈয়দপুর শিল্প সাহিত্য  সংসদ মাকের্টের পেছনে মরহুম খোকা সরকারের বাসভবনে আনুষ্ঠানিকভাবে ওই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ। সভাপতিত্ব করেন খোকা সরকারের ছেলে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু।
 অন্এযদের মধ্যে বক্তব্য দেন- সৈয়দপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. ইলিয়াস আলী ও ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা  ছাত্র লীগের সাবেক সভাপতি শেখ সোহাগ প্রমুখ। পরে প্রধান অতিথি শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ