Apan Desh | আপন দেশ

মাটিরাঙ্গায় কয়লার খনির খোঁজ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৯, ৯ মার্চ ২০২৩

আপডেট: ২০:০৪, ৯ মার্চ ২০২৩

মাটিরাঙ্গায় কয়লার খনির খোঁজ

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্গম বামা গোমতীতে মাটি খুঁড়ে সম্ভাব্য কয়লার খনির সন্ধান পেয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ মার্চ) আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গণি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় এক বছর আগে পাহাড়ে কৃষি কাজ করার উদ্দেশ্যে মাটি খনন করতে গিয়ে ওই কয়লার সন্ধান পান স্থানীয়রা। এসব কয়লা সংগ্রহ করে তারা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। কালো সোনা খ্যাত কয়লার খনি দেখতে স্থানীয় বাসিন্দারা প্রতিদিন সেখানে ছুটে গেলেও এখনো তা প্রশাসনের নজরে আসেনি।

স্থানীয়রা জানান, গোমতীতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে কয়লা বের করে নিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। এই কয়লা শুকিয়ে বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। 

আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গণি বলেন, ‘কয়লার খনির বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হলে। দেশে বিদ্যমান কয়লা ঘাটতি কিছুটা পূরণ হবে আশা করছি।’

খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, ‘কয়লার খনির বিষয়টি শুনেছি। আমতলী ইউপির বামা গোমতী এলাকায় কয়লা পাওয়া যাচ্ছে। কয়লাগুলো মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করছে। সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাকে বলব, বিষয়টি তদন্ত করে আমাদের কাছে যেন রিপোর্ট পাঠায়।’

তিনি আরো বলেন. ‘রিপোর্ট নিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হব। যদি এটি সত্যিই কয়লা হয়, তাহলে সারাদেশে জ্বালানি খাতে বিপ্লব ঘটতে পারে।’

আপন দেশ/আরএ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়