Apan Desh | আপন দেশ

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৩, ১৬ মার্চ ২০২৩

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

ছবি : আপন দেশ

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের প্রাণ গেছে।

বুধবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে শিমুলতলার দরগারপাড়ে ‘আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড’ কারখানার সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

তারা হলেন কারখানার পরিচ্ছন্নতা কর্মী মিঠু (১৭), পোশাক শ্রমিক মোহাম্মদ রাকিব (২৪) ও মোহাম্মদ আলী (২৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সাভার ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘সেপটিক ট্যাংক থেকে রাত সাড়ে ৯টার দিকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। তারা সেপটিক ট্যাংকে আটকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ এলে বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

স্থানীয়রা জানান, বিকালে দরগারপাড়ের টিন শেড কারখানাটির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন মিঠু, রাকিব ও মোহাম্মদ আলী। কয়েক ঘণ্টা পর তাদের সাড়াশব্দ না পেয়ে কারখানা কৃতপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতে ফায়ার সার্ভিস সদস্যরা সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। 

আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামিম হোসেন বলেন, অফিসের কাজে বাইরে আছি; তবে ঘটনাটি শুনেছি।

কারখানাকে ভাড়া দেয়া টিন শেড ভবনটির মালিক মোক্তার মীর এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়