Apan Desh | আপন দেশ

বকশীগঞ্জে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৬, ২০ এপ্রিল ২০২৩

আপডেট: ০১:১৯, ২০ এপ্রিল ২০২৩

বকশীগঞ্জে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে জাহাঙ্গীর আলম (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মেরুরচরের দক্ষিণ পাড়া  গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃত জাহাঙ্গীর আলম মেরুরচর  গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। 

মেরুর চর ইউনিয়নের সদস্য শাহিনুর রহমান জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দিতে যায় জাহাঙ্গীর। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামুড় দেয়। জাহাঙ্গীরের ডাক চিৎকারে আশপাশের মানুষজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। দ্রুত  হাসপাতালে না নিয়ে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয় জাহাঙ্গীরকে। অপচিকিৎসায় বিকাল ৪ টার দিকে মারা যায় সে।

মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন,ঝাড়ফুঁক না করে যদি দ্রুত হাসপাতালে নেওয়া হতো তাহলে হয়তো অপচিকিৎসায় ছেলেটা মারা যেতো না। সচেতনতার অভাবেই এমনটা হয়েছে।

আপন দেশ/এআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়