Apan Desh | আপন দেশ

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ : চলে গেলেন চারজনই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ৫ মে ২০২৩

আপডেট: ১৯:০৯, ৫ মে ২০২৩

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ : চলে গেলেন চারজনই

ফাইল ছবি

নারায়ণগঞ্জে রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে বয়লার বিস্ফোরণে আলমগীর হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

শুক্রবার (৫ মে) তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

বিস্ফোরণের এ ঘটনায় চিকিৎসাধীন আরও তিন জন। তারা হলেন, মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫)।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা হয়। দগ্ধ অবস্থায় সাত জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয় ওই দিনই। এ ছাড়া মো. ইলিয়াস (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে নিয়ন (২০) নামে আরও একজনের মৃত্যু হয়।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়