Apan Desh | আপন দেশ

পদ্মায় ধরা পড়লো ২২ কেজির পাঙাশ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৫, ২৩ মে ২০২৩

পদ্মায় ধরা পড়লো ২২ কেজির পাঙাশ

ছবি : আপন দেশ

পদ্মা নদীতে জেলে বাসুদেব হালদারের জালে ধরা পড়ে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ যা বিক্রি হয়েছে ৩১ হাজার ৯০০ টাকায়।

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার নদীতে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে বাসুদেব হালদার ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে গেলে তার জালে বড় একটি পাঙাশ মাছ ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার পাঙাশের ভালো চাহিদা। তাই সকালে আড়তে ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নিই। মাছটি একদমই টাটকা ও তাজা। এখন দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে কেজিপ্রতি ৫০ টাকা লাভ রেখে বিক্রি করে দেব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ