Apan Desh | আপন দেশ

রুমা সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ১ আহত ১

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ২৩ মে ২০২৩

আপডেট: ১৫:০৫, ২৩ মে ২০২৩

রুমা সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ১ আহত ১

ছবি : আপন দেশ

বান্দরবানের রুমা উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী পাহাড়ে মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় দুলাল (৩৫) নামে আরো এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গরবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর রেমাক্রি-প্রাংসা ইউনিডপনা ৫ নম্বর ওয়ার্ডের চাইক্ষ্যাং পাড়ার পাশের পাহাড়ে (বংকু পাড়া-ধোপানিছড়া সীমান্ত লিংক সড়ক) এ বিস্ফোরণ ঘটে। 

নিহত ও আহত শ্রমিকদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের মদিনা পাড়ার ৪ নম্বর ওয়ার্ডে।

পুলিশ জানায়, সকালে পাহাড়ে পরিচ্ছন্নতার কাজ করছিলেন দুই শ্রমিক। এসময় মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে গুরুতর আহত হন অপরজন। আহত শ্রমিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উদ্ধার করে দুপুর ১২টায় পাশের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। আর মরদেহ থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, রুমা ও থানচির দুর্গম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছেন। 

এর আগে বুধবার (১৭ মে) দুপুরে রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সৌলপিপাড়ার কাছাকাছি তামলং বম পাড়ায় এক ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।তাতে জুয়েল ত্রিপুরা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন এবং গুরুতর আহত হন আব্রাহাম ত্রিপুরা (৩১) নামে এক শ্রমিক।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়