Apan Desh | আপন দেশ

মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি, ৪ দালাল ও ১৯ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১৭, ২৭ মে ২০২৩

আপডেট: ০৯:১৯, ২৭ মে ২০২৩

মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি, ৪ দালাল ও ১৯ রোহিঙ্গা আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষদের আটক করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত থাকায় চার জন দালালকে আটক করা হয়।

শুক্রবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে টেকনাফ নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ১৯ জনের মধ্যে ছয় জন নারী, ছয় জন পুরুষ ও সাত জন শিশু।

আটক দালালরা হলেন, জাহিদ (৩০), জামাল (৩৮), হাজেরা (৫০), ইউনুছ (২৪)।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রাতে ১৯ জন মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিলেন। এ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এসময় পাচারে জড়িত থাকায় চার দালালকে আটক করা হয়।

আটক চার দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়