Apan Desh | আপন দেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের দাবিতে আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৪, ২৭ মে ২০২৩

আপডেট: ১৫:৫৮, ২৭ মে ২০২৩

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের দাবিতে আলোচনা সভা

ছবি : আপন দেশ

‘খাদ্য নিরাপত্তা হয়েছে, এখন নিরাপদ খাদ্য চাই’ নিরাপদ খাদ্য হলে স্বাস্থ্য ভালো থাকে এমন দাবি নিয়ে জনসংলাপ করলেন বেসরকারি সংগঠন ‘বারসিক’। মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শনিবার (২৭ মে) দুপুরে  এ জনসংলাপের আয়োজন করা হয়।

সংলাপটি জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টার এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। প্রধান অতিথি বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা নিরাপদ খাদ্য অফিসার নূরে আলম সোহাগ, জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংকর প্রাসাদ ভৌমিক, কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান নজরুল, কৃষক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম, বিশিষ্ট পরিবেশবাদী সংগঠক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, অধ্যাপক পরিতোষ আচার্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শ্রীমতী লক্ষী চ্যাটার্জী, জেলা ক্যাবের সভাপতি সামশুন্নবী তুলীপ, শিক্ষক নেতা কমরেড মুজিবুর রহমান মাস্টার, কৃষক গবেষক মাসুদ বিশ্বাস, যুবনেতা মিজানুর রহমান হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নাই। ব্যাক্তিমালিকানার অর্থনীতিতে অধিক মুনাফার লোভে চারিদিকে ভেজাল ছাড়া ভালো কিছু নেই। আসলে ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য পেতে লোকজ পদ্ধতি ও কৃষিতে জৈবশক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। সার বিষ কীটনাশকের বিরুদ্ধে স্থানীয় পদ্ধতি ব্যবহার বাড়াতে হবে।

আপন দেশ/মানিকগঞ্জ প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়