Apan Desh | আপন দেশ

শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৪, ৪ জুন ২০২৩

আপডেট: ১১:৪৫, ৪ জুন ২০২৩

শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছিল। এতে জাহাজে থাকা ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি এলাকার শীতলক্ষ্যা নদীতে আগুনের সূত্রপাত হয়। 

দগ্ধ ওই ছয় জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান।

তিনি জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী জাহাজে রাত আড়াইটার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুনের শিখা ২০ থেকে ৩০ ফুট উপরে উঠে যায়। এ সময় জাহাজে থাকা সব শ্রমিক দগ্ধ হন। পরে তাৎক্ষণিক দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই জাহাজের আগুন নেভায়। ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছেন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়