Apan Desh | আপন দেশ

নকল সনদে পদ হারালেন হাবিগঞ্জের সরকারি পিপি সিরাজ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫০, ১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০০:২৭, ৮ সেপ্টেম্বর ২০২৩

নকল সনদে পদ হারালেন হাবিগঞ্জের সরকারি পিপি সিরাজ

ফাইল ছবি

নকল সনদ নিয়ে আইন ব্যবসা চালানোর অভিযোগে পদ হারিয়েছেন হবিগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল হক চৌধুরী। ৩৪ বছর ধরে আইন পেশায় নিয়োজিত এই আওয়ামী লীগ নেতা গত ৭ বছর ধরে পিপি পদে ছিলেন।

সালেহ উদ্দিন আহমেদ জানান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুস সালাম মন্ডলের সই করা চিঠিতে সিরাজুল হকের নিয়োগ বাতিল করে আমাকে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

চিঠির একটি অনুলিপি জেলা ও দায়রা জজ এবং প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সলিসিটর বিভাগের কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

ভুয়া সনদ নিয়ে আইন পেশায় থাকার অভিযোগ ছিল সিরাজুল হক চৌধুরীর বিরুদ্ধে। তিনি একই সঙ্গে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়