Apan Desh | আপন দেশ

বনানী থেকে আটক ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২০ মার্চ ২০২৩

বনানী থেকে আটক ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ফাইল ছবি

রাজধানীর বনানী ক্লাব থেকে আটককৃত বিএনপির ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ। এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (২০ মার্চ) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য রাজধানীর বনানীর ব্লক-এফ, রোড-১-এর ১০৯ নম্বর হাউজে বৈঠক করছিল বিএনপির নেতাকর্মীরা। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১টায় সেখানে অভিযান চালিয়ে দলটির ৫৪ নেতাকর্মীকে আটক করা হয়।

আরও পড়ুন <> দেশটা এখন আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি: মির্জা ফখরুল

পুলিশের ওই কর্মকর্তা বলেন, বনানী ক্লাবে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে ক্লাবটিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

আটকদের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে বলে জানান ডিউটি অফিসার সিদ্দিক আহমেদ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়