Apan Desh | আপন দেশ

ডলারের রেকর্ড দর ১১২ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ২৬ জুলাই ২০২২

আপডেট: ২২:৫৩, ২ আগস্ট ২০২২

ডলারের দাম বেড়েই চলছে। মঙ্গলবার (২৬ জুলাই) এ বাজারে ডলার বিক্রি হচ্ছে ১১২ টাকায়, যা এ যাবৎকালে সর্বোচ্চ। চাহিদার তুলনায় সরবরাহ কম। দেশে আন্তঃব্যাংক বাজারের সঙ্গে খোলা মুদ্রাবাজারেও (কার্ব মার্কেটে) দাপট । 

রাজধানীর মতিঝিলের অর্নেট মানি এক্সচেঞ্জের আনিসুর রহমান বলেন, আমরা গতকাল সোমবার ১০৫ টাকা থেকে শুরু করে সর্বশেষ প্রতি ডলার ১০৭ টাকায় বিক্রি করেছি। আজ সকালে কিছুটা কম থাকলেও দুপুরে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১১১.৫০ টাকায়। ডলার সরবরাহ কম থাকায় দর বাড়ছে বলে জানান তিনি।

মহিদুল ইসলাম আপন দেশ ডটকম’কে বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী ডলার সাপ্লাই দিতে পারছি না। তাই আমাদের কাছে কোনো ক্রেতা আসলে তাদেরকে খোলাবাজারে অনুসাহিত করি। ব্যাংক থেকে ডলার কেনার পরামর্শ দেই। 

ডলার কিনতে এসেছিলেন সালাম এরফান। তার স্বজন ক্যান্সার-আক্রান্ত। তিনি বলেন, আমার মামাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। এজন্য ৫ হাজার ডলার লাগবে। প্রয়োজনটা কেমন বুঝেন? কিন্তু কোথাও ডলার কিনতে পারিনি। তার পাশেই সুলাইমান। ডলারের খুচরা বিক্রেতা। বলেছেন, তার কাছে দেড় হাজার ডলার আছে, তবে দাম দিতে হবে ১১২ টাকা ৫০ পয়সা। 

গতকাল সোমবার এই বাজারে ডলারের দাম ছিল ১০৫ টাকা থেকে ১০৬ টাকা। একদিনের ব্যবধানে ডলারের দর বেড়েছে প্রায় ছয় টাকা।

আপন দেশ ডটকম/ মম 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়