Apan Desh | আপন দেশ

ক্রেডিট কার্ডে ২ লাখ টাকা পর্যন্ত লেনদেনে রিটার্নের প্রমাণপত্র লাগবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২২

ক্রেডিট কার্ডে ২ লাখ টাকা পর্যন্ত লেনদেনে রিটার্নের প্রমাণপত্র লাগবে না

ফাইল ছবি

করযোগ্য আয় নেই এমন ব্যক্তির ঋণ নিতে এবং শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে না। আগের  বাধ্যবাধকতার বিধান শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে রোববার (১৮ সেপ্টেম্বর)। সেখানে রাজস্ব কর্তৃপক্ষ উল্লেখ করেছে-করযোগ্য আয় নেই এমন ব্যক্তির ক্ষেত্রে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফশিলী ব্যাংকসমূহে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকঋণ ও ট্রেড লাইসেন্স গ্রহণসহ ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেয়ার বাধ্যবাধকতার বিধান চালু করে এনবিআর।

 

আপন দেশ ডটকম/ আবা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়