Apan Desh | আপন দেশ

সুপারশপ ‘স্বপ্ন’তে আলু-ডিম-মাছ-মাংসে মূল্যছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ১৭ নভেম্বর ২০২৩

আপডেট: ২৩:১১, ১৭ নভেম্বর ২০২৩

সুপারশপ ‘স্বপ্ন’তে আলু-ডিম-মাছ-মাংসে মূল্যছাড়

ফাইল ছবি

অস্বস্তির বাজারে স্বস্তির খবর নিয়ে হাজির দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপটি। আবার অনেক পণ্যের ভাটও গুনতে হচ্ছে না।  

শুক্রবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ ও ১৮ নভেম্বর (শুক্রবার ও শনিবার) বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন।

আলু (ডায়মন্ড) পাওয়া যাবে কেজিপ্রতি ৩৬ টাকায়, ডিম (ফার্ম ব্রাউন) ১০ টাকা প্রতি পিস, পুষ্টি সয়াবিন তেল ৫ লিটার ৭৮৫ টাকা, গরুর মাংস প্রিমিয়াম ৭৩০ টাকা কেজি, ফুলকপি ৩৫ টাকা পিস। ইলিশ (৪০০-৪৯৯ গ্রাম সাইজ)  ৩৭৯ টাকা, রুই মাছ (১ থেকে ১.৫ কেজি সাইজ) ২৮৫ টাকা। এ ছাড়া আরও অনেক পণ্য মিলবে আকর্ষণীয় ছাড়ে। 

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১৭-১৮ নভেম্বর ট্রেসেমি শ্যাম্পু ৫০০ মিলি ৬৯০ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৭৭০ টাকা), হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ৩৪০ মিলি ৫৩৬.২৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৫৯০ টাকা)। 

এছাড়া এসিআই ও পুষ্টি আটা ও ময়দা ২ কেজিতে ১৭ টাকা ছাড়ে এবং ফ্লোরমার ব্র্যান্ডের কালার কসমেটিকসে স্বপ্নতে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়ে। 
 
একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সেজন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে আলু সর্বোচ্চ ২ কেজি করে কিনতে পারবেন।- সংবাদ বিজ্ঞপ্তি। 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়