Apan Desh | আপন দেশ

সুপারশপে আজ থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৬, ১ অক্টোবর ২০২৪

সুপারশপে আজ থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

ফাইল ছবি

দেশের সব সুপারশপে আজ থেকে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সসকাল থেকে এ কার্যক্রম শুরু হবে।

এছাড়া ঢাকার ১০টি কাঁচাবাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে। এ দিন থেকেই দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনার ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ রাখা যাবে না। একই সঙ্গে ক্রেতাদের দেয়া যাবে না।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়