Apan Desh | আপন দেশ

মতিঝিলে ইসলামি ব্যাংকের প্রায় ৭১শতক জমি বিক্রি হলো ১১০ কোটি টাকায়!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ১৬ মার্চ ২০২৩

আপডেট: ১৮:৫০, ১৭ মার্চ ২০২৩

মতিঝিলে ইসলামি ব্যাংকের প্রায় ৭১শতক জমি বিক্রি হলো ১১০ কোটি টাকায়!

ফাইল ছবি

ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের সেনা কল্যাণ ভবনের পাশের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জমি কিনে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সেনা কল্যাণ ভবনের পাশে ৭০ দশমিক ৮২ শতক জমি প্রধান কার্যালয়ের ভবন তৈরির জন্য কিনেছিল ইসলামী ব্যাংক। সেই জমি বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছে বেসরকারি খাতের এই ব্যাংকটি। জমিটি কিনতে বাংলাদেশ ব্যাংক খরচ করেছে ১১০ কোটি টাকা।

সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে বড় ঋণ দেয়ার খবর প্রকাশ পায়। এতে ব্যাংকটির আমানত ব্যাপকহারে কমতে থাকে। একপর্যায়ে ব্যাংকটিকে বিশেষ সুবিধার আওতায় তারল্য জোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে নীতি ছাড়ও পেয়েছে ব্যাংকটি।

ক্রয় করা জমিতে শীগ্রই সর্বাধুনিক সুবিধা ও নিরাপত্তা সম্বলিত একটি ভবন তৈরির কাজ শুরু করবে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব দুটি ভবন রয়েছে। তাতে জায়গা সংকুলান হচ্ছে না। এ জন্য সেনা কল্যাণ ভবনের বেশির ভাগ ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়