Apan Desh | আপন দেশ

মে মাসে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৭, ২ জুন ২০২৩

আপডেট: ১০:৫৭, ২ জুন ২০২৩

মে মাসে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত

চলতি বছরের মে মাসে প্রবাসীরা ১৬৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮ টাকা ধরে যার পরিমাণ ১৮ হাজার ২৬৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আগের বছরের একই মাসের তুলনায় মে’তে পাঠানা রেমিট্যান্স ১৯ কোটি ডলার বা ১০ দশমিক ২৭ শতাংশ কম। আমদানি নিয়ন্ত্রণের নানা পদক্ষেপের ফলে এখন হুন্ডি চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে অর্থ কম আসতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৩ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি ৯৯ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ ডলার, মার্চে ২০১ কোটি ৭৬ লাখ ডলার এবং এপ্রিল মাসে এসেছিল ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ