Apan Desh | আপন দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ২৪ জুন ২০২৪

আপডেট: ১৪:২৯, ২৪ জুন ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে দুটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

রোববার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ২৪ জুন অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা, ২৫ জুন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সংশোধিত তারিখ পরে জানানো হবে। এছাড়া অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

একইসঙ্গে www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণের অনুরোধ করা হয়।

এর আগে বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৩০ জুন থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

আপন দেশ/এইউ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়