Apan Desh | আপন দেশ

ঢাবি শিক্ষকদের ৩ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৭, ২৪ জুন ২০২৪

আপডেট: ২১:০৭, ২৪ জুন ২০২৪

ঢাবি শিক্ষকদের ৩ দিনের কর্মসূচি

ছবি: সংগৃহীত

ফের তিনদিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। পেনশন স্কিম বাতিলসহ তিন দফা দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে প্রতিদিন এক ঘণ্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়।

সোমবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে তিনদিনের কর্মসূচি পালন করা হবে। আগামী ২৫, ২৬ ও ২৭ জুন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ তিনদিন কলা ভবনের মূল ফটকে শিক্ষকদের অবস্থান নেয়ার আহবান করা হয়।

এছাড়াও জানানো হয়, চলমান পরীক্ষাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়