Apan Desh | আপন দেশ

এইচএসসি: পঞ্চম দিনে অনুপস্থিত প্রায় ১৫ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ৯ জুলাই ২০২৪

আপডেট: ১৯:১৭, ৯ জুলাই ২০২৪

এইচএসসি: পঞ্চম দিনে অনুপস্থিত প্রায় ১৫ হাজার

ছবি: আপন দেশ

এইচএসসি ও সমমানের পঞ্চম দিনে তথ্য ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।

আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৩ হাজার ২২২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন নয় লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন। আট বোর্ডে অনুপস্থিত হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ৭৫ জন শিক্ষার্থী এবং একজন পরিদর্শক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়