
ছবি : আপন দেশ
ভাত দিতে দেরি হওয়ায় হোটেলে ভাংচুরও সিলগালা করেছে শাখা ছাত্রলীগ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেইন গেটের সামনের ঘটনা এটি। হোটেলে ভাঙচুর, সিলগালা এবং মালিককে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কর্মী তুষার ও তার সঙ্গীদের বিরুদ্ধে। অভিযুক্ত তুষার বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
এ ঘটনার বিচার চেয়ে বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে স্থানীয় দোকানমালিক সমিতি। এর আগে মঙ্গলবার দুপুরে মেইন গেট সংলগ্ন পিন্টু হোটেলে এ ঘটনা ঘটে।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হোটেলে ভাত ফুরিয়ে যাওয়ায় তুষার ও তার সঙ্গীদের খাবার দিতে দেরি হয়। এ সময় তাদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে হোটেলের চেয়ার-টেবিল ভাঙচুর করে তুষার ও তার সঙ্গীরা। এছাড়া হোটেল মালিককেও মারধর করেন বলে অভিযোগ করা হয় স্বারকলিপিতে।
দোকানদারদের দেয়া স্মারকলিপিতে পাঁচ দফা দাবি করেন দোকানমালিকরা। দাবিগুলো হলো- উক্ত ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার করতে হবে, দ্রব্যাদি ক্রয়ের সাথে সাথে মূল্য পরিশোধ করতে হবে, এলাকার দোকানদারদের সাথে বিনা কারণে কোনো শিক্ষার্থীরা খারাপ আচরণ করলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিতে হবে, আন্দোলন করার নামে মিল ও খড়ির আড়ৎ থেকে খড়ি আনতে পারবে না, রাজনৈতিক দলের দোহাই দিয়ে কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করলে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে।
হোটেল মালিক পিন্টু বলেন, খাবার দিতে দেরি করায় দোকানের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে তারা। খাবারের চামচ দিয়ে আমাকে মারধরও করেছে। পরে দোকান খুললে আবারও মারার হুমকিও দেয় ওই শিক্ষার্থীরা।
এ বিষয় তুষার বলেন, আমরা ১০ মিনিট অপেক্ষা করার পরেও আমাদের পরে আসা কর্মকর্তা ও পুলিশকে আগে খাবার দেয়। তাই তাদের সাথে বাকবিতণ্ডা হয়। কিন্তু আমি মারধর বা ভাঙচুরের বিষয়ে কিছু জানি না।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আরেক দফায় তুষারদের সাথে বাকবিতণ্ডা হয় দোকানমালিকদের। এ সময় শাখা ছাত্রলীগের প্রায় ১৫ জন নেতাকর্মী উপস্থিত ছিল। পরে শাখা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও পুলিশের উপস্থিতিতে বিষয়টির সমাধান করা হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।