
ছবি : সংগৃহীত
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে এসেছিলেন তিনি। সিনেমায় ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন সায়ন্তিকা। এসেই কক্সবাজারে মনিরুল ইসলামের প্রথম প্রযোজিত এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমার নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ কলকাতায় ফিরে গেছেন নায়িকা।
এখন স্বভাবতই প্রশ্ন জাগছে, সিনেমাটির ভবিষ্যৎ কী। নায়িকা কি আদৌ আসবেন? না নতুন নায়িকা নেওয়া হবে। নাকি ছবিটিই আর করা হবে না।
শুটিং না করেই দেশে ফিরে গেছেন এ দাবি উড়িয়ে দিয়ে গণমাধ্যমে সায়ন্তিকা বলেন, প্রথমে অন্য এক নৃত্য পরিচালক এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানে টাকা-পয়সা নিয়ে সমস্যার কারণে তিনি চলে যান। তারপর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে। আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই আমার হাত ধরে আমাকে সরাতে গিয়েছিল। তখন আমি তাকে সবার সামনেই বাধা দেই। এ ছাড়া মূল সমস্যার নেপথ্যে রয়েছেন সিনেমার প্রযোজক। বার বার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু এ ক্ষেত্রে তার পক্ষ থেকে কোনো সমাধান পাওয়া যায়নি।
আরও পড়ুন <> প্রভার ফেসবুক অ্যাকাউন্ট যে কারণে প্রাইভেসিতে
নায়িকা আরও বলেন, দুদিন ধরে কক্সবাজারে গিয়ে অপেক্ষা করেছি। শুটিং নিয়ে প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎই বলা হলো, নাচের দৃশ্যের শুটিং করা হবে! তাই তখন বলেছিলাম, আমি এভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে। এত কিছুর পরও প্রযোজক জানিয়েছিলেন মাইকেলকে সঙ্গে নিয়েই তার কাজ করতে হবে। তারা যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তাহলে আমি নিশ্চয়ই সিনেমার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমাকে চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।
এদিকে নৃত্যপরিচালক মাইকেল বাবু বলেন, ‘আমি হাত ধরেছিলাম বলে তিনি মাইন্ড করেছেন। কিন্তু আমি তাকে বলেছি, হাত না ধরলে নাচ ওঠাব কীভাবে? তিনি আমার কাছে জানতে চান, তাকে না বলে কেন হাত ধরা হলো? দেখুন, আমি অনেক সিনেমার গান করেছি। শুটিংয়ে ঢাকাই ছবির অনেক নায়িকার হাত ধরে, কোলে তুলে, ঘাড়ে তুলে নাচ দেখিয়ে দিয়েছি। কেউ তো অভিযোগ করেননি। সায়ন্তিকার এই অভিযোগে আমি অবাক হয়েছি।’
ওই দিনের ঘটনা নিয়ে মাইকেল আরও বলেন, ঘটনার পরপরই প্রযোজক সায়ন্তিকাকে বলেছেন ‘মাইকেলের সঙ্গে কাজ না করলে শুটিং বন্ধ থাকবে। আপনি কলকাতায় চলে যান। আপনার সঙ্গে যারা এসেছেন, সবাইকে টিকিট করে দিচ্ছি। পরবর্তী সময় বাকি কাজ করলে বাকি পারিশ্রমিক আপনাকে দেয়া হবে। তার আগে কোনো টাকা আর আপনাকে দেয়া হবে না।’
প্রযোজক মনিরুল ইসলাম বলেন, ‘নিজের দেশের শিল্পীকে ছোট করা হবে, সেটি মেনে নেব না। প্রয়োজনে ছবিই আর করব না। এটি সায়ন্তিকাকে বলেছি। যদি মাইকেল বাবুর সঙ্গে তিনি কাজ করেন, তাহলে ছবি করব, না হলে ছবির বাকি কাজ আর করব না। আমার যা লোকসান হয় হবে।’
ছায়াবাজের নায়ক জায়েদ খান বলেন, ‘সায়ন্তিকা যে কথাগুলো বলেছেন, সেটিই ঠিক। এটিই সত্য। প্রকৃত সমস্যা প্রযোজকের।’
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।