Apan Desh | আপন দেশ

সেঞ্চুরীতে বিগো লাইভে মৌসুমী!

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪, ২০ নভেম্বর ২০২৩

আপডেট: ২৩:২৮, ২০ নভেম্বর ২০২৩

সেঞ্চুরীতে বিগো লাইভে মৌসুমী!

বিগো লাইভে মৌসুমী ও হুমায়রা হিমু

অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনায় সামনে আসে ভিডিও চ্যাটিং অ্যাপ বিগো লাইভ প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্যাবহারকারীর সঙ্গে সরাসরি ভিডিও চ্যাট করা যায়। ধীরে ধীরে এখানে নানান ধরনের অবৈধ কাজ শুরু হয়। বিশেষ করে, অনলাইন জুয়ার অনেক বড় আসরে পরিণত হয় এই অ্যাপটি।

এ ছাড়াও লাইভ ভিডিওর মাধ্যমে ছড়ানো হয় অশ্লীলতা। খোলামেলা শরীরে নানান অঙ্গভঙ্গি এবং অশ্লীল কথাবার্তার ভিডিও দেখিয়ে আয় করছেন ব্যবহারকারীরা।

জানা গেছে, শুধু হিমু নন, দেশের অনেক জনপ্রিয় অভিনেত্রী বিগো লাইভের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীও। কয়েকটি বিগো লাইভের ভিডিও ছড়িয়ে পড়েছেন সোশ্যালে এই পঞ্চাসে চলা নায়িকার। লাইভ করে মোটা অঙ্কের টাকাও আয় করেন বলে চাউর আছে।

যদিও সেসব ভিডিওতে এখন অশ্লীলভাবে উপস্থিত হননি বিউটি কুইন মৌসুমী। তবে অনেক ব্যবহারকারীর সঙ্গে হাসিমুখে কথা বলছেন তিনি।

মৌসুমীকে বিগো লাইভে দেখে অবাক হয়েছেন তার ভক্ত, অনুরাগীরা। তারা জানতে চান, তিনি কি আর্থিক সমস্যায় পড়েছেন হুমায়রা হিমুর মতো? এই প্রশ্ন মৌসুমী না শুনলেও জানা গেছে, তার হাতে এখন আর তেমন কাজ নেই। অলস সময় কাটছে। সেকারণে এ ধরনের অশ্লীল অ্যাপে লাইভ চ্যাট করছেন। ভক্তের ভালোবাসা ছেড়ে কুড়াচ্ছেন ঘৃণা। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়