Apan Desh | আপন দেশ

ডায়ানার রূপে এলিজাবেথ ডেবিকি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ২১ নভেম্বর ২০২৩

আপডেট: ১২:১১, ২১ নভেম্বর ২০২৩

ডায়ানার রূপে এলিজাবেথ ডেবিকি

ছবি: সংগৃহীত

আলোচিত সিরিজ ‘দ্য ক্রাউন’ এ অভিনয় করেছেন এলিজাবেথ ডেবিকি। সিরিজে প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করেছেন এই অস্ট্রেলিয়ান অভিনেত্রী। ১৬ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটির শেষ কিস্তির প্রথম চার পর্ব। সম্প্রতি অস্ট্রেলিয়ান সাময়িকী হু ও মার্কিন গণমাধ্যম এন্টারটেইনমেন্ট টুনাইটের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে ডায়ানার চরিত্রে অভিনয় নিয়ে কথা বলেছেন ডেবিকি।

‘দ্য ক্রাউন’ নির্মিত হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনামল নিয়ে। ২০১৬ সালে প্রচার শুরুর পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায়। সিরিজটিতে দেখানো নানা বিষয় নিয়ে ব্রিটিশ রাজপরিবারের বিভিন্ন সদস্য নির্মাতাদের সমালোচনায়ও মুখর হয়েছেন।

এবারের শেষ সিজন তৈরি হয়েছে ডায়ানার জীবনের শেষ দিনগুলো নিয়ে, তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হবে সিরিজটি। এলিজাবেথ ডেবিকি বলছেন, এমন একটি চরিত্রে অভিনয় করাটাই ছিল তার জন্য বড় চাপের। 

অভিনেত্রী বলেন, ‘এটা ছিল খুব বড় দায়িত্ব (ডায়ানার চরিত্রে অভিনয়)। এটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। বিষয়টি নিয়ে কেবল ভাবা যায়, আর এই অভিজ্ঞতা আপনার সঙ্গে থেকে যায়। এটা এমন একটা অভিজ্ঞতা, যা আপনাকে মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে দেয়।’ 

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শেষ সিজনের প্রথম চার পর্ব, বাকি ছয়টি পর্ব আসবে আগামী ১৪ ডিসেম্বর। এখন পর্যন্ত সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ডেবিকি বলছেন, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি সিরিজটিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে। আট বছর ধরে সিরিজটিকে ভালোবাসার জন্য সারা দুনিয়ার দর্শকদের ধন্যবাদ। 

ডেবিকি বলেন, ‘আমার চেষ্টা ছিল, যতটা সম্ভব সততা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলা যায়। দ্য ক্রাউন-এ ডায়ানাকে নিয়ে দর্শকেরা ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি পাবেন। অনেক প্রতিকূল পরিস্থিতিতেও তিনি হারেননি, সাহস আর শক্তি নিয়ে লড়ে গেছেন; এটা থেকে তারা (দর্শক) শিখতেও পারেন।’

সিরিজটির পঞ্চম সিজনে ডায়ানার চরিত্রে দেখা যাচ্ছে ডেবিকিকে। মানসিক প্রস্তুতি তো ছিলই, অভিনেত্রী বলছেন, ডায়ানা হয়ে উঠতে ঠিকঠাক মেকআপ নেয়াও ছিল বড় এক চ্যালেঞ্জ। ‘দ্য ক্রাউন’-এর রূপসজ্জাকর কেট হল জানিয়েছেন, ডেবিকি কেবল মেকআপের পেছনেই ৩০ ঘণ্টা ব্যয় করেছেন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়