Apan Desh | আপন দেশ

নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরলেন গায়ক নোবেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৪

নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরলেন গায়ক নোবেল

ফাইল ছবি

বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। যিনি একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরে এসে জীবনের প্রতি তীব্র হতাশা প্রকাশ করেছেন। নোবেল স্বীকার করেছেন, তিনি জীবনে অনেক কিছু হারিয়েছেন এবং নিজের উপর ঘৃণা হচ্ছে। গত বছর মাদকাসক্তির কারণে তাকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করানো হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর কিছুদিন বাড়িতে কাটিয়েছেন। তবে এবার তিনি খোলাখুলি স্বীকার করেছেন নিজের ভুলগুলো।

কলকাতার গানের প্রতিযোগিতা প্রোগ্রাম সারেগামাপা খ্যাত এ গায়ক তার অতীত কর্মজীবনের দিকে তাকিয়ে আফসোস করছেন। এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নোবেল বলেন, গত কয়েক বছর ধরে অনেক ভুল করেছি। নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। একজন শিল্পী হিসেবে যা করেছি, তা ভুল ছিল। মানুষ আমাকে পছন্দ করেনি। আর সেটা আমারই দোষ। এখন মনে হয়, টাইম মেশিন থাকলে অতীতে ফিরে গিয়ে নিজেকে সংশোধন করতাম।

নোবেল আরও বলেন, জীবনে অনেক কিছু হারিয়েছি, তবে ভবিষ্যতে এমন কিছু ঘটতে দেব না। আগের জায়গায় ফিরতে পারব কি না জানি না। তবে সে অবস্থানের কাছাকাছি যাওয়ার চেষ্টা থাকবে।

বর্তমানে গানের পাশাপাশি অভিনয়ের দিকেও মনোযোগ দিচ্ছেন নোবেল। শিগগিরই দুটি ওয়েব ছবিতে দেখা যাবে তাকে। যদিও গানের জগতে তার আগের অবস্থানে ফেরার ব্যাপারে সংশয় থাকলেও, তিনি নিজেকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়