Apan Desh | আপন দেশ

যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন রুক্মিণী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১২:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪

যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন রুক্মিণী

ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র সম্প্রতি টলিউডে যৌন হেনস্তার প্রসঙ্গে মুখ খুলেছেন। প্রেমিক দেবের হাত ধরে টলিউডে যাত্রা শুরু করলেও রুক্মিণী তার অভিনয়ের দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিছুদিন আগেই মিশর ভ্রমণ শেষে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে টলিপাড়ায় যৌন হেনস্তা নিয়ে প্রশ্ন করা হলে রুক্মিণী তার অভিজ্ঞতা শেয়ার করেন।

রুক্মিণী বলেন, সত্যি কথা বলতে, আমাকে কখনও এমন খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়নি। আমি ১৩ বছর বয়স থেকে কাজ করছি। মুম্বাই, দিল্লি, কলকাতা এমনকি বিদেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি। তবে কখনোই এমন কোনও খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হইনি।

রুক্মিণী আরও বলেন, যৌন হেনস্তার অভিজ্ঞতা খুবই ব্যক্তিগত এবং সবার অভিজ্ঞতা একরকম হয় না। আমার অভিজ্ঞতা ভালো হলেও অনেক মেয়ের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। হয়তো একই ব্যক্তির সঙ্গে কারও খারাপ অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমার সঙ্গে সেটা হয়নি। তাই যার সঙ্গে ঘটে, তারাই এর প্রকৃত যন্ত্রণা বোঝে।

টলিউডের যৌন হেনস্তার ইস্যু নিয়ে রুক্মিণী আরও বলেন, যৌন হেনস্তা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ নয়, এটি সর্বত্রই রয়েছে। আলোচনা হয়ত ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বেশি হচ্ছে। তবে অন্যান্য ক্ষেত্রেও এ সমস্যা রয়েছে। অনেক ক্ষেত্রে সেটা আরও ভয়ঙ্কর। বরং ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষদের জন্য একটা সুবিধা হলো, তারা সামাজিক মাধ্যমে কথা বলতে পারেন বা প্রতিবাদ জানাতে পারেন। কিন্তু অন্যান্য সেক্টরে মুখ খুললে অনেকের চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকে। 

রুক্মিণী তার বক্তব্যের শেষাংশে বলেন, যৌন হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, বরং সর্বক্ষেত্রে হওয়া উচিত। প্রতিটি সেক্টরে এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়