Apan Desh | আপন দেশ

হ্যাকারদের কবলে রাজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৩৩, ১ অক্টোবর ২০২৪

হ্যাকারদের কবলে রাজ

ফাইল ছবি

হ্যাকারদের কবলে পড়েছেন টালিউড পরিচালক রাজ চক্রবর্তী। কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় দায়ের করেছেন অভিযোগ।

মঙ্গলবার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায়।

এ প্রসঙ্গে রাজ চক্রবর্তী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের খুঁটিনাটি আমি নিজে বিশেষ একটা বুঝি না। সেগুলো দেখভালের জন্য আমার একটা বিশেষ দল রয়েছে। পেজের নাম যে বদলে গিয়েছে, সেই নোটিফিকেশন সকলের কাছে যায়। এরপরই সকাল থেকে অনেকে আমাকে ফোন এবং মেসেজ করে বিষয়টা জানান। তখন বুঝতে পারি ফেসবুক হ্যাক হয়েছে।

রাজ আরও বলেন, গত কয়েক দিন ধরেই ফেসবুক প্রোফাইলের সমস্যায় ভুগছি। তখন বুঝতে পারিনি হ্যাকারদের নিশানায় আছি। এখন রাজ চক্রবর্তী লিখে সার্চ দিলে কোনো প্রোফাইল দেখাচ্ছে না। তাই আমাদের তরফে যা যা পদক্ষেপ নেয়া সম্ভব, আমরা নিয়েছি। এখন উত্তরের অপেক্ষায় রয়েছি।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়