Apan Desh | আপন দেশ

নিরবের পর এবার মুখ খুললেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ১৫ মার্চ ২০২৩

আপডেট: ১১:৪৮, ১৫ মার্চ ২০২৩

নিরবের পর এবার মুখ খুললেন অপু বিশ্বাস

ছবি : আপন দেশ

গত ১১ মার্চ মুন্সিগঞ্জের রিসোর্টে একটি স্টেজ শো-তে পারফর্ম করতে গিয়ে বিপত্তিতে পড়েন নায়ক নিরব ও নায়িকা অপু বিশ্বাস। স্টেজে নাচার সময় অপুকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নিরব। সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, হাসাহাসি ও ট্রল করছেন অনেকেই। এ বিষয় এবার মুখ খুললেন অপু বিশ্বাস।

মঙ্গলবার (১৪ মার্চ) তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। অপু বলেন, ‘দুর্ঘটনাবশত এটি হয়েছে, কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম সেটা ভাইরাল হয়ে গেছে। তবে ভালোলাগার বিষয় হচ্ছে, বরং এ ঘটনার পর মানুষের ভালোবাসায় মুগ্ধ হচ্ছি।’

একটি ঘটনার বর্ণনা করে তিনি বলেন, ‘আমি যেখানে জিম করি সেখানে এক আন্টি, বেশ বয়স্কই, আমাকে নিয়ে গল্প করছিলেন। আমার কী অবস্থা জানতে আমাকে খুঁজছিলেন। উনি একজনকে জিজ্ঞেস করছিলেন, মেয়েটি এসেছে কিনা। আমি পাশেই ছিলাম, বললাম আন্টি আমিই অপু। অথচ এর আগে তার সঙ্গে কখনো আমার আলাপ হয়নি। তিনি খোঁজ খবর নিলেন, অনেক গল্প করলেন।’

অপু আরো বলেন, তিনি শাবানা ম্যাডাম-ববিতা ম্যাডামদের সিনেমা দেখতেন। দীর্ঘদিন সিনেমা হলে আর যান না। তিনি আমাকে ওভাবে জানতেন না। কথায় কথায় জানলেন, আমার ‘লাল শাড়ী’ সিনেমা আসছে। তিনি বললেন- অবশ্যই আমাকে জানাবে, আমি তোমার সিনেমা দেখতে যাব। এ এক অসাধারণ ভালোলাগা আমার জন্য।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ ভালোবাসা প্রকাশ করে পোস্ট দিয়েছেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার ভক্ত-শুভানুধ্যায়ীরা আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। আমার সহকর্মী বন্ধুরা অনেকেই, নাম বলে শেষ করতে পারব না, তারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, পোস্ট দিয়েছেন, এমন ঘটনা না ঘটলে হয়তো বুঝতেই পারতাম না তারা আমাকে এতো ভালোবাসেন। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ।’

অচিরেই নিরব ও আপুর সিনেমা ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে বলে জানিয়ে অপু বিশ্বাস। 

আপন দেশ/আরএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়